• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

১৬ এপ্রিলের মধ্যেই গার্মেন্টস শ্রমিকরা বেতন পাবেন

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৭ এপ্রিল ২০২০, ১২:৪৬
ফাইল ছবি

আসছে ১৬ এপ্রিলের মধ্যেই গার্মেন্টসের শ্রমিক-কর্মচারীদের মার্চ মাসের বেতন দেওয়া হবে। গতকাল সোমবার রাতে পোশাক খাতের দুই সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএর এক যৌথ ঘোষণায় এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য কারখানা মালিকের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

যৌথভাবে এই ঘোষণা দেন বিজিএমইএর সভাপতি ড. রুবানা হক এবং বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান ।

জরুরি প্রয়োজনে অবশ্য কিছু কারখানা খোলা রাখার সুযোগ রাখা হয়েছে। জানা যায়, যেসব কারখানায় জরুরি রপ্তানি আদেশের কাজ রয়েছে এবং যেসব কারখানায় করোনা থেকে সুরক্ষাসামগ্রী পিপিই, মাস্ক তৈরি হচ্ছে সেসব কারখানা বিশেষ ব্যবস্থায় খোলা রাখা যাবে।

সেক্ষেত্রে কারখানা খোলা রাখার জন্য শ্রম মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই) এবং স্ব স্ব সংগঠন বিজিএমইএ কিংবা বিকেএমইএর অনুমতি নিতে হবে।

এম

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh