• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

করোনায় আক্রান্ত রাজধানীর কোথায় কতজন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ এপ্রিল ২০২০, ১৮:৪৯
করোনা আক্রান্ত রাজধানীর কোথায় কতজন

রাজধানীর কোথায় কতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তা জানিয়েছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

রোববার (৫ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

আইইডিসিআর এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত যতজন শনাক্ত হয়েছেন তার মধ্যে রাজধানীর বাসাবো এলাকায় ৯ জন, টোলারবাগে ১১ ও নারায়ণগঞ্জের ১১ জন।

তিনি আরও জানান, সামাজিক সংক্রমণ এখনও এলাকাভিত্তিক। নতুন আক্রান্ত পাওয়া যাওয়ায় রাজধানীর মিরপুর, বাসাবো ও নারায়ণগঞ্জে নজরদারি বাড়ানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩৬৭ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনকে শনাক্ত করা হয়েছে।

এর আগে, গত ২৪ ঘণ্টায় (৪ এপ্রিল সকাল ৮টা থেকে ৫ এপ্রিল সকাল ৮টা) দেশে একজনের মৃত্যু ও নতুন করে আরও ১৮ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৬
রাজধানীতে সেলুন থেকে যুবকের মরদেহ উদ্ধার
‘ডেঙ্গু মোকাবিলায় সারাদেশে প্রস্তুত হাসপাতালগুলো’
রাজধানীর বনশ্রীতে আবাসিক ভবনে আগুন
X
Fresh