• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভোজ্যতেল সরবরাহে সেনা সংস্থার নতুন প্রকল্প

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ২০:০০

দেশের ভোজ্যতেল বাজারে বিশুদ্ধ ও পুষ্টিকর খাবার তেল সরবরাহের লক্ষ্য নিয়ে সেনা কল্যাণ সংস্থা বাস্তবায়ন করতে যাচ্ছে নতুন প্রকল্প 'সেনা কল্যাণ এডিবল অয়েল ইন্ডাষ্ট্রিজ'।

এ উপলক্ষ্যে সোমবার সেনা কল্যাণ সংস্থার বোর্ডরুমে লিপিকো টেকনোলজিস প্রাইভেট লিমিটেড, সিংগাপুর, সিএনবিএম ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড, চায়না এবং অলিক সার্ভিসেস অ্যান্ড অনকোসিস ইন্টারন্যাশনাল, বাংলাদেশ'র সঙ্গে সেনা কল্যাণ সংস্থার চুক্তি সই হয়।

সেনা কল্যাণ এডিবল অয়েল ইন্ডাষ্ট্রিজের প্রকল্প পরিচালক কর্নেল মামুন আল মাহমুদের সভাপতিত্ত্বে চুক্তি সই অনুষ্ঠানটি পরিচালিত হয়। চুক্তি সই অনুষ্ঠানে ছিলেন লিপিকো টেকনোলজিস প্রাইভেট লিমিটেড, সিংগাপুর'র পরিচালক মিস মারগারেট এএনজিএ ডব্লিউ, সিএনবিএম ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড, চায়না'র সেলস সুপারভাইজার ঝাং ঝি এবং অলিক সার্ভিসেস অ্যান্ড অনকোসিস ইন্টারন্যাশনাল, বাংলাদেশের স্বত্ত্বাধিকারি মাহরাব আনোয়ার ও ইমরেজ চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে ছিলেন সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল ফিরোজ হাসান, এনডিইউ, পিএসসি।

এসজে/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh