• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

করোনা পরিস্থিতি মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান আতিকুলের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ মার্চ ২০২০, ১৫:২২
মেয়র মো. আতিকুল ইসলাম
মেয়র মো. আতিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, করোনাভাইরাসের পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন রকমের সহযোগিতায় সবাই নিজ নিজ জায়গা এগিয়ে আসছেন। এই পরিস্থিতিতে সবাই সাড়া দিচ্ছিন। বাকিরাও যদি সবাই এগিয়ে আসেন তাহলে অবশ্যই আমরা করোনাভাইরাসের পরিস্থিতি মোকাবিলা করতে পারব।

মঙ্গলবার (৩১ মার্চ) গণভবন থেকে ৬৪ জেলা প্রশাসকের (ডিসি) সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে যুক্ত হয়ে এসব কথা বলেন মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেন, যদি এখনও আমি আনুষ্ঠানিকভাবে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেনি, তবুও ভারপ্রাপ্ত মেয়র, কাউন্সিলরদের নিয়ে এই পরিস্থিতি মোকাবিলায় কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে সব রাস্তায় জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। ছোট বোন শেখ রেহানার পরামর্শ অনুযায়ী গত ১৪ তারিখ থেকেই আমরা সাবান দিয়ে হাত ধোয়ার কর্মসূচি চালু করেছি।

আতিকুল ইসলাম বলেন, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সবাই নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসছেন। আমি নিজে একটা প্ল্যাটফর্ম চালু করেছি-সবার জন্য সবার ঢাকা। সেখানেও বিভিন্ন জন বিভিন্নভাবে সহযোগিতা করছেন। বলতে গেলে সবাই এগিয়ে এসেছেন। বাকিরাও যদি এগিয়ে আসেন, তাহলে আমরা এই পরিস্থিতি মোকাবিলা করতে পারব।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাবতলীতে পিকআপের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত, সড়ক অবরোধ
ডিএনসিসির ১০ কর্মকর্তাকে বদলি
‘নতুন করে কোনো গাড়ির রেজিস্ট্রেশন দেওয়া হবে না’
X
Fresh