• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বর্তমান পরিস্থিতিতে দেশ নিরাপদে আছে : স্বাস্থ্যমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ মার্চ ২০২০, ১৬:২২
বর্তমান পরিস্থিতিতে দেশ নিরাপদে আছে : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ।। ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দাবি করেছেন, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ এখন ভালো এবং নিরাপদে আছে। আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে তিনি এ দাবি করেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বর্তমান (বৈশ্বিক) পরিস্থিতিতে আমাদের দেশ এখন ভালো আছে, নিরাপদে আছে। প্রধানমন্ত্রী নিয়মিত যোগাযোগ রেখেছেন। তিনি আমাদের বিভিন্ন দিক-নির্দেশনা দিচ্ছেন।

করোনা মোকাবিলায় আগে থেকেই সরকার প্রস্তুতি নিয়েছিল জানিয়ে তিনি বলেন, প্রস্তুতি ছিল বলে আমরা ভালোভাবে মোকাবিলা করছি। আমাদের ডাক্তার, নার্স সবাই মিলে কাজ করে যাচ্ছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আমাদের কর্মকাণ্ডের প্রশংসা করেছে। ইউএন (জাতিসংঘ) মহাসচিবও প্রশংসা করেছেন। তারা বলেছেন, কোয়ারেন্টিন, আইসোলেশন ও সেফ ডিসটেন্স মেইনটেইন করা সবচেয়ে বড় উপায়। কেউ যেন চিকিৎসার বাইরে না থাকে, তা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, আমরা নতুন দুইশ আইসিইউ ইউনিট তৈরি করেছি। ভেন্টিলেটর ও ডায়ালাইসিস সুবিধা রয়েছে এসব আইসিইউতে।

মন্ত্রী বলেন, করোনাভাইরাস পরীক্ষার জন্য ১১টি ল্যাব কাজ করছে। আরও ১৭টি ল্যাব স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি। যদিও
কক্সবাজার ও চট্টগ্রামে পরীক্ষা করার হার খুব কম। সেখানে তেমন কেউ এগিয়ে আসছে না।

তিনি বলেন, পিপিই দেয়া হয়ছে। আরও দেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। যথাযথভাবে যেন ব্যবহার হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। কিছু তথ্য আসে, চেম্বার বন্ধ রয়েছে। চিকিৎসকরা কম রয়েছেন। আহ্বান জানাব, সবাই যার যার কর্মস্থলে উপস্থিত থেকে কাজ করবেন।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, দেশবাসী আতঙ্কিত হয়, এমন তথ্য দেশবাসীকে দেবেন না গণমাধ্যমকর্মীরা, এ আহ্বান। কিট, পিপিই- কোনোকিছুরই অভাব নেই। এসব তথ্য দিলে মানুষ আশ্বস্ত হবে।

এর আগে ডা. ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় আরও ১৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৩৩৮ জনের। যাদের নতুন করে নমুনা পরীক্ষা হয়েছে, তাদের মধ্যে একজন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। তার বয়স ২০ বছর।

তিনি আরও জানান, আগে থেকে যারা আক্রান্ত ছিলেন তাদের মধ্যে আরও চারজন সুস্থ হয়ে উঠেছেন। ফলে মোট সুস্থ হয়েছেন ১৯ জন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh