• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

করোনা মোকাবিলায় বাংলাদেশকে ৩ লাখ ডলার দিচ্ছে এডিবি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ মার্চ ২০২০, ১৩:১৮
করোনা মোকাবিলায় বাংলাদেশকে ৩ লাখ ডলার দিচ্ছে এডিবি
ফাইল ছবি

করোনাভাইরাসের মহামারী মোকাবিলায় জরুরি সহায়তা হিসেবে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম কিনতে বাংলাদেশকে ৩ লাখ ডলার দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

আজ শনিবার (২৮ মার্চ) এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, শুক্রবার (২৭ মার্চ) এডিবি বোর্ড এই অনুদান অনুমোদন দেয়।

এই অর্থ দিয়ে পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট, এন৯৫ মাস্ক, সেইফটি গগলস, অ্যাপ্রন, থার্মোমিটার ও বায়ো-হ্যাজার্ড ব্যাগসহ স্বাস্থ্য নিরাপত্তার সরঞ্জাম কেনা হবে। এর আগে এসব পণ্যের একটি তালিকা ও চাহিদা এডিবি অফিসে পাঠায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

এ বিষয়ে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, ‘বাংলাদেশ সরকার করোনা মোকাবিলায় এডিবির কাছে সহায়তা চেয়েছে। দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী হিসেবে এডিবি এই কঠিন সময়ে বাংলাদেশকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

করোনাভাইরাসের মহামারী মোকাবিলায় উন্নয়নশীল সদস্য দেশগুলোর জন্য জরুরি সহায়তা হিসেবে ১৮ মার্চ ৬৫০ কোটি ডলারের প্রাথমিক প্যাকেজ ঘোষণা করে এডিবি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্রামীণ উন্নয়নে এডিবির ৭১ মিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ 
শিক্ষক প্রশিক্ষণে আরও বেশি সহায়তার আশ্বাস এডিবির
‘শেখ হাসিনার প্রত্যাবর্তনে এডিবি খুবই খুশি’
X
Fresh