• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

করোনাভাইরাস: মোহাম্মদপুরের ৫৪ বাসায় পুলিশের নজরদারি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ মার্চ ২০২০, ১৯:২৯
করোনাভাইরাস: মোহাম্মদপুরের ৫৪ বাসায় পুলিশের নজরদারি
মোহাম্মদপুর

বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে ঢাকার মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংসহ এলাকার ৫৪টি ভবনে লাল কালিতে মার্ক করেছে পুলিশ। ওই ভবনগুলো পুলিশের নজরদারি থাকবে।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) কাছ থেকে নির্দেশনা পাওয়ার পর ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ ওই ৫৪টি ভবন লালকালিতে চিহ্নিত করে দেয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, ওই ভবনগুলোতে সন্দেহভাজন করোনায় আক্রান্ত রোগী থাকতে পারে কিংবা আছে বলে ধারণা করছে আইইডিসিআর। পুলিশ সদর দপ্তরের মাধ্যমে আমরা ৫৪টি বাসার তালিকা পেয়েছি।

তিনি জানান, ওই ৫৪টি বাসাকে ঝুঁকিপূর্ণ বিবেচনায় লালকালিতে মার্কিং করা হয়েছে। ওই বাসার বাসিন্দাদের হোম কোয়ারেন্টিন পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিপালন নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সবধরনের উদ্যোগ নেয়া হয়েছে।

আইইডিসিআর’র দেয়া তথ্যানুযায়ী, করোনাভাইরাসে দেশে নতুন করে আরও ৪ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে দুজন চিকিৎসক। ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh