• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

আজ থেকে ১০ দিনের ছুটি শুরু, চলছে না গণপরিবহন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ মার্চ ২০২০, ১২:৩৮
আজ থেকে ১০ দিনের ছুটি শুরু, চলছে না গণপরিবহন

করোনাভাইরাসের কারণে আজ থেকে শুরু হয়েছে ১০ দিনের সাধারণ ছুটি। করোনাভাইরাসের বিস্তার রোধে পূর্বের ঘোষণা অনুযায়ী সকাল থেকে বন্ধ রয়েছে সব ধরণের গণপরিবহন চলাচল। এতে রাজধানীর রাস্তায় দেখা যাচ্ছে না নগরবাসীদের। এছাড়া করোনার কারণে জনগণকে বাসায় থাকা নিশ্চিত করতে সরকার মোতায়েন করেছে সেনাবাহিনী।

আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন অলিতে-গলিতে টহল দিচ্ছে। কোন ধরনের গণজমায়েত দেখলেই তা ভেঙে দিচ্ছে। এমনকি ২ জন মানুষ এক সঙ্গে হাঁটা চলা করলেও তাদের আলাদা করে দিচ্ছে এবং বাসায় পাঠিয়ে দিচ্ছে। আর কেন বাসা থেকে বের হয়েছে সেই কারণও জিজ্ঞাসা করছে।

গাবতলীসহ রাজধানীর বিভিন্ন টার্মিনাল থেকে দূরপাল্লার কোনও গাড়ি ছেড়ে যায়নি। এছাড়া রাজধানীর গণপরিবহনও বন্ধ রয়েছে। কিছু রিকশা, সিএনজি অটোরিকশা, আর প্রাইভেটগাড়ি চলাচল করতে দেখা গেছে। জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না নগরবাসী।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী ৪ এপ্রিল পর্যন্ত পরিবহন বন্ধ থাকার কথা রয়েছে। তবে ট্রাক, কাভার্ড ভ্যান, ওষুধ, জরুরি সেবা, জ্বালানি, পচনশীল পণ্য পরিবহন নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

এর আগে মঙ্গলবার থেকে সারা দেশে যাত্রীবাহী নৌযান চলাচল, লোকাল ও মেইল ট্রেন বন্ধ করা হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীর রাস্তা ফাঁকা, গণপরিবহন হাতেগোনা
২০ বছরের পুরনো বাস সরানো হবে, তালিকা চাইলেন মন্ত্রী
গণপরিবহনে ৩৫ শতাংশ নারী আসন রাখার দাবি
গণপরিবহনের ভাড়া কমছে!
X
Fresh