• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

৪ টাকার হ্যান্ডগ্লাভস ২০ টাকা নেয়ায় লাজফার্মাকে জারিমানা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ মার্চ ২০২০, ১৮:১১
৪ টাকার হ্যান্ডগ্লাভস ২০ টাকা নেয়ায় লার্জ ফার্মাকে জারিমানা
৪ টাকার হ্যান্ডগ্লাভস ২০ টাকা নেয়ায় লার্জ ফার্মাকে জারিমানা

প্রতি পিস হ্যান্ডগ্লাভস ৪ টাকায় কিনে ২০ টাকায় বিক্রি করায়লাজফার্মাকে জারিমানা করা হয়েছে ।

আজ বুধবার (২৫ মার্চ) রাজধানীর ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে লার্জ ফার্মাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে এ ধরনের অনৈতিক আইনবিরোধী কার্যক্রম না করতে সতর্ক করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল।

তিনি জানান, আমরা প্রতিষ্ঠানটিতে গিয়ে হেক্সিসল আছে কি না জানতে চাইলে তারা বলেন নেই। অথচ ভেতরে অভিযান চালিয়ে দেখি পর্যাপ্ত হেক্সিসল মজুত রয়েছে। তারা হ্যান্ডগ্লাভস বিক্রি করছে প্রতি পিস ২০ টাকা। অথচ তাদের ক্রয় রশিদে প্রতিটির ক্রয়মূল্য ৪ টাকা। এ প্রতারণার অপরাধে লার্জ ফার্মা ফকিরাপুল শাখাকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে উপস্থিত ভোক্তাদের কাছে ন্যায্যমূল্যে হেক্সিসল ও হ্যান্ডগ্লাভস বিক্রি করা হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh