• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বুয়েটের ঢাকেশ্বরী আবাসিক এলাকা লকডাউন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ মার্চ ২০২০, ২২:৪১
বুয়েটের ঢাকেশ্বরী আবাসিক এলাকা লকডাউন
ছবি: সংগৃহীত

করোনাভাইরাস আক্রান্ত একজনকে শনাক্তের পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ঢাকেশ্বরী আবাসিক এলাকা লকডাউন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এমতাবস্থায় আবাসিক এলাকার বাসিন্দাদের সার্বিক নিরাপত্তার লক্ষ্যে প্রত্যেককে বাধ্যতামূলকভাবে আগামী ১৪ দিন নিজ নিজ বাসায় হোম কোয়ারেন্টিনে থাকার অনুরোধ জানানো হয়েছে হয়েছে বুয়েট প্রশাসন থেকে।

আবাসিক এলাকার পরিবেশ কমিটির সভাপতি অধ্যাপক ড. প্রাণ কানাই সাহা জানান, উক্ত আবাসিক এলাকায় করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। সে কারণে এলাকার বাসিন্দাদের আগামী ১৪ দিন যার যার বাসায় থাকার কথা বলা হয়েছে।

তিনি জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।