• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঢামেকের ৪ চিকিৎসক হোম কোয়ারেন্টিনে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ মার্চ ২০২০, ১৪:২১
ঢামেকের ৪ চিকিৎসক হোম কোয়ারেন্টিনে
ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চার চিকিৎসক হোম কোয়ারেন্টিনে আছেন। জানা গেছে, তারা আউটডোর বিভাগে দায়িত্বপালন করছিলেন।

ঢামেক হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক খান আবুল কালাম আজাদ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢামেকে চিকিৎসাধীন ছিল এমন চারজনের পরীক্ষা করে করোনা পজিটিভ পাওয়া গেছে। এরপর আমরা ওই চার রোগীর সংস্পর্শে যে চার চিকিৎসক গিয়েছেন তাদের আপাতত হোম কোয়ারেন্টিনে পাঠিয়েছি।

উল্লেখ্য, আজ বুধবার সকাল পর্যন্ত দেশে ১০ জন করানো রোগীর শনাক্ত হয়েছে।

এসএস