• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

কোর্ট বন্ধের বিষয়ে জজরা মিলে সিদ্ধান্ত নেব: প্রধান বিচারপতি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ মার্চ ২০২০, ১৩:৫৯
বিচারপতিদের নিয়ে বসে সিদ্ধান্ত নেওয়া হবে
বুধবার (১৮ মার্চ) সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ, ছবি: সংগৃহীত

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, করোনাভাইরাস মোকাবিলায় আদালত বন্ধের বিষয়ে সকল বিচারপতিদের নিয়ে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।

বুধবার (১৮ মার্চ) সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পালনে আমরা বিস্তারিত পদক্ষেপ নিয়েছি। নিম্ন আদালত থেকে সুপ্রিমকোর্ট, সব আদালতে জন্মশতবার্ষিকী বছরব্যাপী পালন হবে।’

তিনি বলেন, ‘করোনাভাইরাস নিয়ে আমরা সচেতন। আমরা জজরা বসে সিদ্ধান্ত নেব যে, এটা নিয়ে কি করা যায়। এখন কোর্ট বন্ধ আছে (২৫ মার্চ পর্যন্ত সুপ্রিমকোর্ট ছুটি)। কোর্ট খোলার আগে আমরা একবার সবাই বসব। বিচারপ্রার্থী যারা আছেন তাদেরও যাতে কোনো ক্ষতি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। কোর্ট খোলার আগেই আমরা সিদ্ধান্ত নেব।’

প্রধান বিচারপতি বলেন, ‘নিম্ন আদালত যেহেতু হাইকোর্টের অধীনে সুতরাং সব ব্যাপারেই আমরা সিদ্ধান্ত নেব। কারণ লাখ লাখ বিচারপ্রার্থী রয়েছে, তাদের কথাও আমাদের মাথায় রাখতে হবে। সম্পূর্ণভাবে যদি কোর্ট বন্ধ হয়ে যায়, তাহলে মানুষের ভোগান্তি বেড়ে যাবে। কারণ অনেকেই জরুরি বিষয় নিয়ে কোর্টে আসে।’

এর আগে প্রধান বিচারপতি মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে ‘কুরচি’ নামে একটি বৃক্ষ রোপণ করেন।
পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয়কে নিয়ে নেওয়া সিদ্ধান্তে মন খারাপ শাকিবের পরিবারের
ফের পীরজাদা হারুনকে বয়কটের সিদ্ধান্ত
উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত বিএনপির
ইরানের হামলার পর যে সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল
X
Fresh