• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঢামেক জরুরি বিভাগে তালা ঝুলিয়ে বিক্ষোভ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৩৯

রোগির স্বজনদের হাতে সহকর্মী লাঞ্ছিত হবার পর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের গেট বন্ধ করে বিক্ষোভ করছেন শিক্ষানবিশ চিকিৎসকরা।

শনিবার রাত ৯টার দিকে জরুরি বিভাগের সামনে একত্রিত হতে থাকেন তারা। সাড়ে ৯টার দিকে গেটে তালা ঝুলিয়ে দেয়া হয়।

মেডিক্যাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার পর শিশু সার্জারি ওয়ার্ডে এক রোগির স্বজনরা শিক্ষানবিশ চিকিৎসকদের নারী সহকর্মীকে আঘাত করে। এতে তিনি আহত হন।

পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করছে পুলিশ।

ডিএইচ/এসজেড

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh