• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সৌদিগামী ৬৮ বাংলাদেশিকে ফিরতে হচ্ছে মাঝপথে থেকে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ মার্চ ২০২০, ০৯:৫৬
সৌদিগামী ৬৮ বাংলাদেশিকে ফিরতে হচ্ছে মাঝপথে থেকে
ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের কারণে ফ্লাইট বাতিল হওয়ায় বাহরাইনে আটকা পড়েছেন সৌদিগামী ৬৮ বাংলাদেশি যাত্রী। জানা যায়, সৌদি আরব যেতে তাদের বাংলাদেশে ফেরত আসতে হচ্ছে।

সোমবার ট্রানজিট যাত্রী হিসেবে বাহরাইনে অবতরণ করেন সৌদিগামী ৬৮ বাংলাদেশি। সংযোগ ফ্লাইটে তাদের কর্মস্থল সৌদি আরবে যাওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে সৌদি আরব আগেই বাহরাইনের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে।

এ ব্যাপারে বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সেলর জানান, সোমবার কয়েকজন যাত্রীকে গালফ এয়ারে করে বাংলাদেশে পাঠানো হয়েছে। অন্যদের মঙ্গলবার রাতের ফ্লাইটে বাংলাদেশে পাঠানো হবে।

এদিকে রিয়াদে অবস্থানরত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত জানান, সৌদি আরবে কেউ ফেরত আসতে চাইলে সরাসরি ঢাকা থেকে সৌদি আরব এলে কোনও ধরনের সমস্যা হবে না।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh