• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

শিক্ষা প্রতিষ্ঠান এখনই বন্ধ নয়: স্বাস্থ্যমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ মার্চ ২০২০, ১৭:৪৮
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (ফাইল ছবি)

করোনার কারণে দেশের স্কুল কলেজ বন্ধের কোনো সিদ্ধান্ত এখনও হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (৯ মার্চ) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

মন্ত্রী জানান, শিক্ষা প্রতিষ্ঠান স্বাভাবিকভাবে চলবে। অবস্থা বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারণত একই শিক্ষক-শিক্ষার্থীরা আসে। সেখানে বাইরে থেকে খুব একটা কেউ আসে না।

এসময় করোনার কারণে সৃষ্টি হওয়া বিশেষ পরিস্থিতিতে সবার কাছে সহযোগিতা চেয়ে মন্ত্রী বলেন, গুজব যাতে না ছড়ায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা আশা করি আপনারা সবাই যত্নশীল হবেন। দেশের বিশেষ একটা মুহূর্ত এখন সকলের সহযোগিতা দরকার। আমাদের দেশের সবার আন্তরিকতা আছে, আবার কিছু দুর্বলতাও আছে। আমাদের এখানে অনেক ঘনবসতি। এক কোটি লোক বাইরে কাজ করে। ১০২টা দেশে ভাইরাস ছড়িয়ে গেছে। আমাদের লোক সব দেশেই আছে।

তিনি বলেন, বিশ্বের যেসব দুর্যোগপূর্ণ এলাকা যেমন, ইতালির যেসব এলাকায় এটি ছড়িয়েছে সেখান থেকে যেসব মানুষ আসবে তাদেরকে আমরা বিশেষভাবে পরীক্ষা নিরীক্ষা করবো। প্রয়োজন হলে কোয়ারেন্টাইনে নিয়ে যাব।

মন্ত্রী বলেন, এখন আমরা পোস্টার ব্যানার লিফলেট দেয়ার ব্যবস্থা করবো। আগামী দুইদিনের মধ্যে সারা দেশে পৌঁছে যাবে।

খেলাধুলা, ধর্মীয়, সামাজিক প্রোগ্রামগুলো না করার পরামর্শ দেন মন্ত্রী। তিনি বলেন, যদি করে তাহলে সীমিত আকারে করবে। এই বিষয়ে ডিসিদের নির্দেশনা পাঠিয়েছি। ভাইরাসটা নিয়ে আমরা আতঙ্কিত। কিন্তু এটা অতটা মারাত্মক নয়। এটায় মৃত্যুর হার অনেক কম।
এসজে/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মানিকগঞ্জ-৩ আসনে ফের জাহিদ মালেকের জয়
X
Fresh