• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মেলা শুরু হলেও শেষ হয়নি সব প্রস্তুতি

মোঃ কামাল হোসেন

  ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ০৮:২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে গেলো বুধবার শুরু হয়েছে অমর একুশে গ্রন্থমেলা। মেলা শুরুর দ্বিতীয় দিনেও শেষ হয়নি সব প্রস্তুতি।

বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।

বিকেল ৩টার আগে থেকেই পাঠক মেলায় ঢুকতে লম্বা লাইনে দাঁড়িয়ে যায়। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের কথা অনুসারে তল্লাশি ছাড়া কাউকেই ঢুকতে দেয়া হচ্ছে না মেলা প্রাঙ্গণে।

মেলায় ঢুকেই চোখে পড়ল এখানে-ওখানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বাঁশ, কাঠ, ইট, বালি । বেশ কয়েকটি স্টল সাজানোর কাজ করতে দেখা গেলো দ্বিতীয় দিনেও। এসব দোকানে এখনো ওঠেনি বই।

এতে অবশ্য হতাশ হয়েছেন মেলায় আসা পাঠকরা।

বিধান কুমার বিশ্বাস জানালেন, পরিবারের সবাইকে নিয়ে মেলায় এসেছি। তবে মনে হচ্ছে মেলার সব প্রস্তুতি এখনো শেষ হয়নি। এতে পাঠকরাই মূলত বঞ্চিত হচ্ছে।

তিনি আরো জানান, যে স্টলগুলো সাজানোর কাজ এখনো শেষ হয়নি, সেগুলোতে যদি বই তোলা হতো তবে আমরা আরো বেশি বই দেখতে পেতাম।

বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের যেসব স্টলে এখনো প্রস্তুতিমূলক কাজ চলছে, সেখানকার কর্মীরা নিজেদের ব্যর্থতা অকপটে স্বীকার করলেন। তারা জানালেন, এসব স্টল এখনো প্রস্তুত না হওয়া মালিকপক্ষের ব্যর্থতা।

তবে এবার অন্যান্য বারের তুলনায় একটি স্টলের থেকে আরেকটি স্টলের মাঝখানে জায়গা রাখা হয়েছে। এতে পাঠকদের ঘুরে ফিরে বই দেখতে বেশ সুবিধা হয়েছে। জানালেন মিরপুর থেকে মেলা দেখতে আসা হাবিবুর রহমান।

বিষয়টি মেনে নিয়ে অন্বেষা প্রকাশনের প্রকাশক মো. শাহাদাত হোসেন জানান, এবার স্টলগুলোর মাঝে যথেষ্ট জায়গা থাকার সুবিধা পাচ্ছেন পাঠকরা। সব মিলিয়ে প্রত্যাশিত পাঠক সমাবেশ হবে।

কে/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh