• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘সীমান্ত সমস্যার সমাধান হচ্ছে আলোচনায়’

আরটিভি অনলাইন ডেস্ক

  ০২ ফেব্রুয়ারি ২০১৭, ২১:১৮

সীমান্ত এলাকার সমস্যাগুলো ভারত ও মিয়ানমারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করা হচ্ছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বৃহস্পতিবার সকালে পিলখানায় বিজিবির কমান্ডিং অফিসারস কনফারেন্সে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা মনে করি আমাদের সঙ্গে ভারতের একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা সবকিছুই আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই। সীমান্ত এলাকায় কিছু সমস্যা হতেই থাকে, হতেই পারে। এগুলো আলোচনার মাধ্যমে সমাধান হচ্ছে। ভবিষ্যতেও তাই চলবে।

মিয়ানমারের ব্যাপারে তিনি বলেন, তাদের সঙ্গেও আমরা সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি এবং তা বেশ কিছুদূর এগিয়েছে। যতো বেশি আলোচনা করতে পারব, ততো সমস্যার সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি।

এর মধ্যেই আমরা যে বসে আছি তা নয় উল্লেখ করে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আমরা বিজিবির সক্ষমতা বাড়াচ্ছি। তাদের যা দরকার, দেয়ার চেষ্টা করছি। আমরাও তৈরি আছি, যাতে কোনো ধরনের ঘটনা ঘটলে আমরা প্রতিহত করতে পারি।

কে/এসজেড

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh