• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

রাজধানীতে গ্যাসলাইন লিকেজ হয়ে সড়কে ফাটল, দুর্ঘটনার আশঙ্কা

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৮ ফেব্রুয়ারি ২০২০, ২০:২৭
রাজধানীতে গ্যাসলাইন লিকেজ হয়ে সড়কে ফাটল, দুর্ঘটনার আশঙ্কা
ঝিগাতলা

গ্যাসলাইন লিকেজ হয়ে রাজধানীর ঝিগাতলার মিষ্টির দোকানের মোড় সড়কের রাস্তা ফেটে উঁচু হয়ে গেছে। এতে যেকোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা।

আজ শুক্রবার দুপুরে ঝিগাতলার ওই এলাকার সড়কটিতে এমন অবস্থার সৃষ্টি হয়। তবে, এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত কোনও উদ্যোগ নেয়নি তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

ওই এলাকার বাসিন্দারা জানান, কয়েকমাস ধরে ওই সড়কের বিভিন্ন স্থানে গ্যাসলাইন লিকেজের ঘটনা ঘটেছে। কিন্তু কোনও স্থায়ী সমাধান হয়নি। আজ হঠাৎ এমন ঘটনায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ঘটনাস্থলের পাশে পান-সিগারেটের একটি দোকানের মালিক বলেন, ‘দুপুরে রাস্তা উঁচু হওয়ার ঘটনাটি ৯৯৯ নম্বরের মাধ্যমে তিতাসকে জানানো হয়েছে। কিন্তু এখনও তারা কোনও ব্যবস্থা নেয়নি। আমরা নিরুপায় হয়ে দুটি ময়লার বিন সেখানে রেখে দিয়েছে, যাতে বড় ধরনের দুর্ঘটনা না ঘটে।

এজে/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh