• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সিঙ্গাপুরে করোনা আক্রান্ত এক বাংলাদেশি সুস্থ : আইইডিসিআর (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৪:০৮
সিঙ্গাপুরে করোনা আক্রান্ত এক বাংলাদেশি সুস্থ, আরেকজনের অবস্থার উন্নতি: আইইডিসিআর
মীরজাদী সেবরিনা ফ্লোরা

সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত ৫ বাংলাদেশির মধ্যে একজন সুস্থ হয়ে ফিরে গেছেন। এছাড়া আশঙ্কাজনক একজনের অবস্থারও উন্নতি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান- আইইডিসিআর।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে মহাখালীতে নিয়মিত ব্রিফিং এ আইইডিসিআর এর পরিচালক মীরজাদী সেবরিনা ফ্লোরা এসব কথা জানান।

মীরজাদী সেবরিনা ফ্লোরা বলেন, উহান থেকে দিল্লীতে আনা ২৩ বাংলাদেশি শিক্ষার্থীকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হবে। ভারতে বাংলাদেশের দূতাবাস এ বিষয়টি দেখছে। এছাড়া ইতালিতে এখন পর্যন্ত কোনও বাংলাদেশি কোভিড-নাইনটিনে আক্রান্ত হননি বলেও জানায় সংস্থাটি।

তিনি বলেন, সাত ধরণের করোনাভাইরাস রয়েছে। এরমধ্যে নোবেল করোনাভাইরাস না হলে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
গুজবে কান দিয়ে আতঙ্কিত হবে না, যেকোনো তথ্য জানতে আইইডিসিআর এর হটলাইনে ফোন দিন। পরিস্থিতি বিবেচনা করে উহান থেকে শিক্ষার্থীদের ফিরিয়ে আনা হচ্ছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh