• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ক্রিকেটার মিরাজের বাসায় চুরি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪১
ক্রিকেটার মিরাজের বাসা থেকে স্বর্ণ ও ডলার চুরি
মেহেদী হাসান মিরাজ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের বাসা থেকে স্বর্ণালংকার এবং ছয় হাজার ডলার চুরি হওয়ার ঘটনা ঘটেছে।

জানা যায়, মিরপুরে বিজয় রাকিন সিটির একটি ফ্ল্যাটে থাকেন মিরাজ। জিম্বাবুয়ের বিপক্ষে খেলা চলায় তাকে থাকতে হয়েছে টিম হোটেলে। তার সঙ্গে ছিল স্ত্রীও। পাঁচদিন তার ফ্ল্যাট ছিল ফাঁকা। বুধবার দুজন ফিরে দেখেন বাসায় চুরি হয়েছে।

বাংলাদেশ দলের তরুণ এই অলরাউন্ডারের পারিবারিক সূত্রে জানা যায়, মিরাজের মায়ের ৭ ভরি আর স্ত্রীর ২০ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। যেটির বর্তমান বাজারমূল্য প্রায় সাড়ে ১৬ লাখ টাকা। সোনার সঙ্গে চুরি হয়েছে ৬ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যেটি ৫ লাখ ১০ হাজার টাকা।

এ বিষয়ে বুধবার সন্ধ্যায় রাজধানীর কাফরুল থানায় মামলা করেছেন তিনি। কাফরুল থানার ওসি সেলিমুজ্জামান বলেন, ঘটনাটি কীভাবে কারা ঘটিয়েছে তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ সূত্র জানায়, গত ২০ ফেব্রুয়ারি খেলার জন্য বাসা থেকে হোটেলে যান মিরাজ। খেলা শেষে বুধবার বাসায় ফিরে দেখেন ঘরের তালা ভাঙা। ভেতরে সব তছনছ।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh