• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রোহিঙ্গাদের সরিয়ে নেয়া হবে হাতিয়ায়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৩১

বাংলাদেশে আসা মিয়ানমারের রোহিঙ্গাদের নোয়াখালীর হাতিয়া উপজেলার ঠ্যাঙ্গার চরে সরিয়ে নেয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি একথা জানান।

শাহরিয়ার আলম জানান, পর্যায়ক্রমে রোহিঙ্গাদের ঠ্যাঙ্গার চরে নেয়া হবে। এজন্য চরটিকে বসবাস উপযোগী করতে সেনাবাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। তবে এটি প্রক্রিয়া শুরু করতে কিছু দিন সময় লাগবে।

তিনি আরো জানান, চরটিকে বসবাসের উপযোগী করতে বন্ধু রাষ্ট্রের সহযোগিতা পাওয়া যাবে। সম্প্রতি মিয়ানমার ইস্যুতে মালয়েশিয়ায় অনুষ্ঠিত অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) বিশেষ বৈঠকে এ বিষয়ে আশ্বাসও দেয়া হয়েছে।

শাহরিয়ার জানান, রোহিঙ্গাদের ডাটাবেজ আগামি ৩ মাসের মধ্যে তৈরি করা হবে।

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh