• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের বাংলায় ওয়েবসাইট চালু (ভিডিও)

আরটিভি অনলাইন ডেস্ক

  ২০ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৪

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে বাংলা ভাষায় ওয়েবসাইট চালু করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস। এতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, ব্যবসা-বাণিজ্যের সুযোগ, ভ্রমণ ভিসা, সংস্কৃতি, শিক্ষা ও পেশাগত এক্সচেঞ্জ কর্মসূচিসহ অনেক কিছুর তথ্য বাংলা ভাষায় উল্লেখ থাকবে।

আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ঢাকা মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) জোয়ান ওয়াগনার বাংলা ভাষার এই ওয়েবসাইটটি উদ্বোধন করেন। নতুন এই ওয়েবসাইটটি তাদের ইংরেজি ওয়েবসাইটটির অনুরূপ।

উদ্বোধনী অনুষ্ঠানে ওয়াগনার বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশে এবং বিশ্বজুড়ে বাংলাদেশিদের হৃদয়ে একটি বিশেষ স্থান অধিকার করে আছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনই জাতিসংঘকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রবর্তনে উৎসাহিত করে। অতীতে সংঘটিত এই ঐতিহাসিক বাংলাভাষা আন্দোলনকে শ্রদ্ধা জানাতে দূতাবাসের পক্ষে এর নতুন বাংলা ওয়েবসাইট উদ্বোধন করা আমার জন্য সম্মান এবং আনন্দের।’

ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের বাংলা ওয়েবসাইটটি https://bd.usembassy.gov/bn এবং ইংরেজি ওয়েবসাইটটি https://bd.usembassy.gov ঠিকানায় দেখা যাবে।

এজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh