• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

চীনফেরত বাংলাদেশিরা সুস্থ, চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা বিকেলে : আইইডিসিআর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৩:০৩
চীনফেরত  ৩১২ জন বাংলাদেশি সুস্থ আছেন: আইইডিসিআর
ফাইল ছবি

বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর’র পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, চীনের উহান থেকে ফেরত আসা ৩১২ জন বাংলাদেশি সুস্থ রয়েছেন।

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আজ চীনফেরত তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইন পূর্ণ হবে। তাদের আজ সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষা করা হবে। পরীক্ষাটি শনিবার বিকেল ৫টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলতে পারে।

আশকোনা হজ্জ ক্যাম্পে থাকা বাংলাদেশিদের যেন সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে না হয় সেজন্য গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে তাদের পরিচয় প্রকাশ না করার আহ্বান জানিয়েছে আইইডিসিআর।

আইইডিসিআর পরিচালক জানান, পরীক্ষা শেষে আজ রাতের মধ্যেই বাংলাদেশিরা নিজ নিজ বাসায় ফিরতে পারবেন। তবে কেউ চাইলে ক্যাম্পে আগামীকাল পর্যন্ত অবস্থান করতে পারবেন।

এছাড়া সিঙ্গাপুরে অবস্থানকারী করোনা ভাইরাসের ফলে সৃষ্ট রোগ কোভিড-১৯-এ আক্রান্ত চার বাংলাদেশির মধ্যে ৩ জনের অবস্থা কিছুটা ভালো বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। বাকি একজন আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা অপরিবর্তিত।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরই খেয়ে দুই শিশুর মৃত্যু নিয়ে ধোঁয়াশা, অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
X
Fresh