• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কোয়ারেন্টাইনে থাকা চীনফেরত বাংলাদেশিরা আজ বাড়ি ফিরতে পারেন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০৬
করোনাভাইরাস
করোনাভাইরাস

১ ফেব্রুয়ারি চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে দেশে ফিরে আসেন ৩১২ জন বাংলাদেশি। বিশেষ সতর্কতা অবলম্বনের অংশ হিসেবে তাদের পর্যবেক্ষণের জন্য কোয়ারেন্টাইনে রাখা হয় আশকোনা হজ ক্যাম্পে। ১৪ দিন পর্যবেক্ষণ শেষে কোয়ারেন্টাইনে থাকা সবাই শনিবার (১৫ ফেব্রুয়ারি) ফিরে যেতে পারেন বাড়ি।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানায় শনিবার (১৫ তারিখ) শেষ হচ্ছে চীন থেকে ফিরে আসা বাংলাদেশিদের কোয়ারেন্টাইনে থাকার সময়। এ দিন বিকেলেই ৩১২ জন বাংলাদেশিকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা শেষে শনিবার ছেড়ে দেয়া হবে বলে জানায় প্রতিষ্ঠানটির পরিচালক আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. সাবরিনা মীরজাদী ফ্লোরা।

অধ্যাপক ডা. সাবরিনা মীরজাদী ফ্লোরা বলেন, আশকোনা হজ ক্যাম্পের কোয়ারেন্টাইন ইউনিটে উহান ফেরত যেসব বাংলাদেশিকে রাখা হয়েছে, তাদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার পর ছেড়ে দেওয়া হবে।

তিনি বলেন, কোয়ারেন্টাইনে যারা আছেন তারা কেউই রোগী নয়। তাদের পরিচয় প্রকাশ করে সামাজিক নিরাপত্তার হুমকিতে না ফেলার অনুরোধও জানান ডা.ফ্লোরা।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৯ মার্চ)
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
একদিন পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিলো বিএসএফ
X
Fresh