• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দেশের বাইরে থেকে কেউ এলেই তার পরীক্ষা-নিরীক্ষা হবে: স্বাস্থ্যমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১৯
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

চীনের উহানে আটকা পড়া বাংলাদেশি শিক্ষার্থী নিজ খরচে দেশে ফিরতে চান, তাদের বিষয়ে করণীয় নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিষয়টি সম্পূর্ণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর নির্ভর করছে। ‍

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, দেশের বাইরে থেকে যে কেউ এলে তাদের প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা করোনা চিকিৎসার দিকে বেশি জোর দিচ্ছি এবং ব্যবস্থাপনার দিকেও জোর দিচ্ছি। তাই চায়না থেকে তাদের ফিরিয়ে আনা হবে কি না সে বিষয়ে সম্পূর্ণ পররাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়ে থাকে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, চীন থেকে যেকোনো ব্যক্তি আসুক, তাকে পরীক্ষা করা হবে। বিশেষ করে উহান থেকে যারা আসবে তাদের আমরা ১৪ দিনের অবজারবেশনে রাখব। এবং সেখানে তাদের পরীক্ষা করে নিশ্চিত হয়ে ছাড়ব।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মানিকগঞ্জ-৩ আসনে ফের জাহিদ মালেকের জয়
X
Fresh