• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ ফেব্রুয়ারি ২০২০, ১১:০৬
তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ে কানিজ গার্মেন্টস লিমিটেডের পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করছে। মগবাজার থেকে তেজগাঁও এবং বনানীর কাকলী এলাকা পর্যন্ত তীব্র যানজট দেখা দেয়।

যান চলাচল বন্ধ করে আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে তেজগাঁও এলাকার নাবিস্কো মোড়ের দুইপাশে শ্রমিকরা অবস্থান নেন।

আন্দোলনকারীরা জানান, তাদের কর্মী ছাঁটাই করে কর্তৃপক্ষ। গেল তিনদিন ধরে গার্মেন্টসে কোনও শ্রমিককে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এর প্রতিবাদে আমরা সড়কে নেমেছি।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার জানান, সকালে অবরোধকারীদের প্রধান সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। গাড়ি চলছে।

পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী কমিশনার মইনুল ইসলাম জানান, কানিজ গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা বুধবার সকালে নাবিস্কো মোড়ের দুইপাশে অবস্থান নিলে গুরুত্বপূর্ণ এই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট
এবার ঈদযাত্রায় যানজট ও দুর্ঘটনা কম হয়েছে : বিআরটিএ চেয়ারম্যান
যানজট না থাকলেও পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, দুর্ভোগে যাত্রীরা
রাজধানীর রাস্তা ফাঁকা, গণপরিবহন হাতেগোনা
X
Fresh