• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রাজধানীতে দুই টিভি সাংবাদিকের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

আরটিভি অনলাইন রিপোট্

  ১১ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫৯
বন্ড ব্যবসায়ী,
নিউজ টোয়েন্টিফোরের রিপোর্টার ও ক্যামেরাপারসনের ওপর হামলা চালিয়েছে অবৈধ বন্ড ব্যবসায়ীরা

রাজধানীর পুরান ঢাকার নয়াবাজারে স্যাটেলাইট টেলিভিশন নিউজ টোয়েন্টিফোরের রিপোর্টার ও ক্যামেরাপারসনের ওপর হামলা চালিয়েছে অবৈধ বন্ড ব্যবসায়ীরা।

মঙ্গলবার দুপুরে পেশাগত দায়িত্ব পালনের সময় তাদের ওপর এই হামলা চালানো হয়।

হামলায় আহত হয়েছেন; টেলিভিশনটির প্রতিবেদক ফখরুল ইসলাম এবং ক্যামেরাপারসন শেখ জালাল। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজ টোয়েন্টিফোরের প্রধান প্রতিবেদক ফারুক হোসেন জানান, ‘নয়াবাজারে অবৈধ বন্ড ব্যবসায়ীদের বিরুদ্ধে কাস্টমসের অভিযান চলছিল। নিউজ টোয়েন্টিফোরের রিপোর্টার ও ক্যামেরা পারসন ওই অভিযানের নিউজ কভারের জন্য ঘটনাস্থলে গিয়েছিলেন।’

‘‘কিন্তু অবৈধ বন্ড ব্যবসায়ীরা আমাদের রিপোর্টার ও ক্যামেরা পারসনের ওপর হামলা চালায়। পাশাপাশি গাড়ি ও ক্যামেরা ভাঙচুর করেছে। ছিনিয়ে যায় তাদের কাছে থাকা ব্যাগও।’’

ঘটনার আহত রিপোর্টার ও ক্যামেরাপারসনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন সাধারণ মানুষ।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিজিটাল সুরক্ষা প্রশিক্ষণে সনদ পেলেন ২৫ নারী সাংবাদিক ও রাজনীতিবিদ
সৎ ও সাহসী সাংবাদিক ছিলেন ইহসানুল করিম
ভোলায় সাংবাদিকের নামে মিথ্যা মামলা
ডিআইইউতে সাংবাদিক সমিতি বন্ধ করতে টিউশন ফি মওকুফের প্রলোভন!
X
Fresh