• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সার্চ কমিটিতে নাম পাঠাবে আওয়ামী লীগ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ জানুয়ারি ২০১৭, ২২:৪৩

নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য গঠিত সার্চ কমিটিতে নাম পাঠাবে আওয়ামী লীগ। দলের কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোমবার রাতে গণভবনে ওই বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী ও সরকার প্রধান শেখ হাসিনা।

নির্বাচন কমিশন গঠনে কমিশনার নিয়োগে রাষ্ট্রপতির কাছে প্রস্তাবের জন্য রাজনৈতিক দলের কাছে ৫টি করে নাম আহ্বান করে সার্চ কমিটি। ২৮ জানুয়ারি সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে কমিটির প্রথম বৈঠকে দলগুলোর কাছে নাম চাওয়া হয়।

আসছে ৩১ জানুয়ারির মধে মন্ত্রিপরিষদ বিভাগে রাজনৈতিক দলগুলোকে নিজেদের পছন্দের ৫ জনের নাম জমা দিতে বলা হয়েছে।

এদিকে নতুন নির্বাচন কমিশন নিয়োগে পরামর্শের জন্য সোমবার দেশের ১২ বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করে সার্চ কমিটি। সেখানে অরাজনৈতিক ও পরিচালনায় যোগ্যদের নাম প্রস্তাবের সুপারিশ করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

এইচটি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh