• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

উল্টোপথে গাড়ি চলাচল থামছেই না (ভিডিও)

জাহিদ রহমান, আরটিভি রিপোর্ট

  ১০ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩৮
উল্টোপথ, গাড়ি চলাচল

কোনোভাবেই বন্ধ হচ্ছে না উল্টো পথে গাড়ি চলাচল। রাস্তা ফাঁকা কিংবা জ্যাম- যাই হোক না কেনো কিছু চালক এবং যাত্রীদের খামখেয়ালীতে চলছে উল্টো পথে যাত্রা। একে তো আইন ভাঙা অন্যদিকে ঘটছে দুর্ঘটনা। আবার এমন অনিয়মে কোথাও কোথাও সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।

রাজধানীর তেজগাঁও-মগবাজার ফ্লাইওভারের নিচে উল্টোপথে চলাচলের চিত্র নতুন নয়। গা-সহা অনিয়মে যেন কারও কোনো মাথা ব্যথা নেই। একমুখী রাস্তা হলেও দ্বিমুখী যান চলাচলে পুরো রাস্তাটাই যেন স্তব্ধ। রিকশা-মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি কিংবা সরকারি বেসরকারি গাড়ির সারি সব যুক্ত ওল্টো পথে চলাচলে।

একই অবস্থা রাজধানীর সোনারগাঁও-হাতিরপুলের একমুখী রাস্তাটিরও। কে যে উল্টোপথে আর কে যে সোজা পথে তা বোঝবার উপায় নেই। বাদ নেই গণমাধ্যমের গাড়িও।

রাজধানীর খিলক্ষেত এয়ারপোর্ট রোড, রমনা, গুলিস্তানসহ যেখানে সেখানেই উল্টো পথে চলাচলের মহাউৎসব। উল্টো পথে চললেও দাম্ভিকতা একটুও কম নয়। যাকে বলে একে তো চুরি তার ওপর শিনা জুরি। আইন যেমন আছে, তেমনি আছে আইন না মানার অসুস্থ প্রতিযোগিতাও।

জিএ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh