• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

শান্তি না অশান্তি সিদ্ধান্ত জনগণের

অনলাইন ডেস্ক
  ৩০ জানুয়ারি ২০১৭, ২২:০৭

দেশের মানুষ কী চায় সে সিদ্ধান্ত তাদের নিতে হবে। তারা কি আওয়ামী লীগের শান্তি আর উন্নয়ন চায় নাকি বিএনপি-জামাতের জ্বালাও পোড়াও আর অশান্তি চায়? বললেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার রাতে গণভবনে দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সব সময় দেশের শান্তি আর উন্নয়নের পক্ষে কাজ করে। এখন জনগণকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি চায়? আলোর সঙ্গে নাকি অন্ধকারে থাকবে সে সিদ্ধান্ত তাদের।

তিনি বলেন, দেশে মানুষের ভোটাধিকার ফিরে এসেছে। বর্তমান সরকার জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে। তারাই সিদ্ধান্ত নেবে কাদের সঙ্গে থাকবে? কাকে ভোট দিয়ে ক্ষমতায় বসাবে। আমরা জনগণের রায় মেনে নিতে প্রস্তুত আছি।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের লক্ষ্য দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা। আসছে দিনে জনগণের ভোটের অধিকার নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না।

এইচটি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh