• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

১০ম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার ময়মনসিংহের অডিশন সম্পন্ন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫৭
জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন- ২০২০
জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন- ২০২০

মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা “জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন- ২০২০” পাওয়ার্ড বাই - ক্রাউন সিমেন্ট এর অডিশন শুরু হয়েছে। ময়মনসিংহের মোমেনশাহীতে অবস্থিত তাহসিনুল কোরআন ওয়াস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসাতে আজ রোববার হয়ে গেল ময়মনসিংহ জোনের অডিশন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে কুমিল্লা জোনের অডিশন। স্থান: বেগম করফুলের নেছা ফাউন্ডেশন। আদর্শ সদর, কুমিল্লা।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর দক্ষিণ বাসাবোতে অবস্থিত আল-মানার মডেল মাদ্রাসায় ঢাকা বিভাগের প্রাথমিক বাছাইপর্ব শুরু হয়।

‘আলোর সন্ধানী বন্ধুরা প্রস্তুত হও আমরা আসছি তোমাদের সন্ধানে’ স্লোগান নিয়ে দেশব্যাপী এই প্রতিযোগিতার অনুষ্ঠিত হবে। আর এই প্রতিযোগিতার টাইটেল স্পন্সর হচ্ছে জিপিএইচ ইস্পাত। পাওয়ার্ড বাই ক্রাউন সিমেন্ট। অনুষ্ঠানটি জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে রমজানে ইফতারের আগে প্রচার হবে।

আগামীতে যেসব স্থানে এই প্রতিযোগিতার অডিশন শুরু হবে।

১২ ফেব্রুয়ারি (বুধবার) বেগম করফুলের নেছা ফাউন্ডেশন। আদর্শ সদর, কুমিল্লা। যোগাযোগ: ০১৬১২-২৮০৫৬১, ০১৭২১-২৯৪০২৫।

১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) আল মাদরাসা তুদ দ্বীনিয়া, হোয়াইট হল সংলগ্ন, মাইজদি কোর্ট সদর, নোয়াখালী। যোগাযোগ: ০১৭১২-২৮২৩৯৩, ০১৮১৪-২৫৪২৬৫।

১৭ ফেব্রুয়ারি (সোমবার), মোল্লাপাড়া আলহেরা ক্বারিয়ানা ও হাফিজিয়া মাদরাসা। ২নং ওয়ার্ড, রাজপাড়া, হড়গ্রাম রাজশাহী কোর্ট, রাজশাহী। যোগাযোগ: ০১৭১৫-৬৭৩৭৩১।

১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার), স্কুল অব দ্য হলি কুরআন, ওয়াতন ভবন, কানসগাড়ী, বগুড়া। যোগাযোগ: ০১৯১৪-৬৩১০৯৮।

১৯ ফেব্রুয়ারি (বুধবার), মারকাজুত তাজভিদ ইন্টারন্যাশনাল মাদরাসা, সফর আলী ভবন, কুট্টাপাড়া মোড়, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া। যোগাযোগ: ০১৯৮৭-৭১০৯৮০, ০১৭৩১-০৯৩৯৮৯।

২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), সলিমা সিরাজ মহিলা ফাজিল মাদরাসা, ৮১/এ, এসএস খালেদ রোড, জামাল খাঁন, চকবাজার, চট্টগ্রাম। যোগাযোগ: ০১৮১৭-২০৭০৪৬।

২২ ফেব্রুয়ারি (শনিবার), শিরোমনি হাফিজিয়া মাদরাসা, খানজাহান আলী, শিরোমনি, খুলনা। যোগাযোগ: ০১৯৩০-৮০৪৪৮১।

২৩ ফেব্রুয়ারি (রোববার), চাঁদমারী এছহাকিয়া মুহাম্মদীয়া মাদরাসা, চাঁদমারী মাদরাসা রোড, বরিশাল। যোগাযোগ: ০১৭১৫-৩৫০৮১১, ০১৭১২-৯৪৩৬৮৬।

২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার), হজরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা, সোবাহানি ঘাট, সিলেট। যোগাযোগ: ০১৭১২-১৪৮২৩৬।

২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ইসলামপুর ইশাআতুস সুন্নাহ মাদরাসা, উত্তর ইসলামপুর, মুন্সিগঞ্জ। যোগাযোগ: ০১৯২০-৭৪২১১৪।

২৯ ফেব্রুয়ারি (শনিবার) ঢাকা-২, ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তন, বায়তুল মোকাররম মসজিদ, ঢাকা। যোগাযোগ: ০১৭২১-২৯৪০২৫।

এম

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh