• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আরো ৫ বিশিষ্ট নাগরিকের সঙ্গে বসবে সার্চ কমিটি

অনলাইন ডেস্ক
  ৩০ জানুয়ারি ২০১৭, ২০:০০

নতুন নির্বাচন কমিশন গঠনে দেশের আরো ৫ বিশিষ্ট নাগরিকের পরামর্শ নিতে তাদের সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি। জানালেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

সোমবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে দেশের ১২ বিশিষ্ট নাগরিকের সঙ্গে সার্চ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।

শফিউল আলম বলেন, নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে নাম প্রস্তাব করতে নাগরিক সমাজের আরো ৫ জনের পরামর্শ শুনবে গঠিত সার্চ কমিটি। আসছে ১ ফেব্রুয়ারি তাদের সঙ্গে বৈঠক হবে।

নতুন করে আমন্ত্রণ পাওয়া ৫ বিশিষ্ট নাগরিক হলেন- সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা, দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ,নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশিদ।

অরাজনৈতিক-যোগ্য লোক নিয়োগের প্রস্তাব

নির্বাচন অস্বচ্ছ হয় রাজনৈতিক দলের কারণে

এইচটি/ জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh