• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

খালাস চেয়ে নূর হোসেনের আপিল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ জানুয়ারি ২০১৭, ১৯:০১

নারায়ণগঞ্জের সাত খুন মামলায় বিচারিক আদালতের দেয়া ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করলেন প্রধান আসামি নূর হোসেন। জানালেন তার আইনজীবী এস আর এম লুৎফর রহমান আকন্দ।

সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় খালাস চেয়ে আবেদন করেন তিনি।

লুৎফর রহমান আকন্দ বলেন, খালাস চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদন করা হয়েছে। ৭২ পৃষ্ঠার আপিল আবেদনের সঙ্গে বিচারিক আদালতের রায়সহ ৫শ’ ৫০ পৃষ্ঠার নথিপত্র জমা দেয়া হয়েছে।

এদিকে, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ২৯ জানুয়ারি আলোচিত সাত খুন মামলার ডেথ রেফারেন্স শুনানির জন্য অগ্রাধিকার ভিত্তিতে পেপারবুক তৈরির নির্দেশ দেন। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখাকে এ নির্দেশনা দেয়া হয়েছে।

গেলো ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালত সাত খুন মামলায় কাউন্সিলর নূর হোসেন, র‌্যাবের বরখাস্ত ৩ কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

এছড়া অপর ৯ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। নিম্ন আদালতের দেয়া রায় ও নথিপত্র গেলো ২২ জানুয়ারি হাইকোর্টে এসে পৌঁছায়। ওই দিনই তা ডেথ রেফারেন্স হিসেবে নথিভুক্ত হয়।

এইচটি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh