• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আজও সবচেয়ে দূষিত বাতাসের শহর ছিল ঢাকা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩১ জানুয়ারি ২০২০, ১৪:৪৪
Dhaka was the most polluted city today
ছবি সংগৃহীত

বিশ্বে দূষিত বাতাসের শহরের তালিকায় আবারও শীর্ষে অবস্থান করছে রাজধানী ঢাকা। আজ শুক্রবার টানা দ্বিতীয় দিনের মতো শীর্ষে রয়েছে রাজধানী। এর আগে গতকালও দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে ছিল ঢাকা।

এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুসারে আজ সকাল ৮টা ১৬ মিনিটের দিকে ঢাকার স্কোর ছিল ৩১৩। এর অর্থ হলো ঢাকায় বাতাসের মান স্বাস্থ্যের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ ছিল। ওই তালিকায় ভারতের কলকাতা ও চীনের শেংইয়াং যথাক্রমে ২১৮ ও ১৯৫ একিউআই স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।

প্রতিদিনের বাতাসের দূষণের পরিমাণ নিয়ে একিউআই সূচক তৈরি করা হয়। একিউআই মান ২০১ থেকে ৩০০ হলে জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়।

এই অবস্থায় শিশু, বয়স্ক এবং অসুস্থদেরকে বাড়ির ভেতরে অবস্থান এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।

একিউআই মান ৩০০ ছাড়িয়ে যাওয়া বাতাসের মান মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। একিউআই সূচকে ৫১ থেকে ১০০ স্কোরের বাতাস হলো গ্রহণযোগ্য।

এই সূচকে ১০১ থেকে ১৫০ স্কোর পাওয়ার অর্থ হলো বাতাসের মান অস্বাস্থ্যকর। এতে ৫০ এর নিচে স্কোর পাওয়ার মানে হলো বাতাসের মান ভালো।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ চার বিভাগে ঝড়-বৃষ্টির আভাস
ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তি সইয়ের সম্ভাবনা
ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হলেন যারা
ঢাবির ‘খ’ ইউনিটে প্রথম প্রিয়ন্তী মণ্ডল
X
Fresh