• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সাংবাদিক নির্যাতনের ঘটনা অনাকাঙ্খিত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ জানুয়ারি ২০১৭, ২০:২১

শাহবাগে সাংবাদিক নির্যাতনের ঘটনা অনাকাঙ্খিত। এ জন্য আমরা দুঃখিত। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার পুরান ঢাকায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এর আগে এ ঘটনাকে ‘ধাক্কাধাক্কি’ বলে মন্তব্য করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেছিলেন, ‘পুলিশ সাংবাদিকদের মারধর করে না। মাঝেমধ্যে ধাক্কাধাক্কি হয়।’

তিনি বলেন, সেটা পুরোপুরি না জেনেই হঠাৎ সাংবাদিকরা জিজ্ঞাসা করায় ধাক্কাধাক্কি ঘটেছে বলে মন্তব্য করেছিলাম।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঘটনার বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার ফুটেজ আমাদের কাছে এসেছে, ফুটেজ যাচাই-বাচাই করে দোষীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।’

তিনি আরো বলেন, 'সাংবাদিকদের সঙ্গে পুলিশের সুসম্পর্ক রয়েছে। তাৎক্ষণিকভাবে আমার জানা ছিলনা কোন সাংবাদিক কীভাবে পুলিশের হামলার শিকার হয়েছেন। এরইমধ্যে আপনারা জেনেছেন সাংবাদিকরা যে পুলিশ দ্বারা নিগৃহীত হয়েছেন তাকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

গেলো ২৬ জানুয়ারি তেল-গ্যাস রক্ষা কমিটির হরতালে পেশাগত দায়িত্ব পালনের সময় শাহবাগে দুই সংবাদকর্মীকে থানার ভেতরে নিয়ে মারধর করে পুলিশ।

এসজে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh