• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

ই-পাসপোর্ট চালু হচ্ছে বুধবার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ জানুয়ারি ২০২০, ২৩:১৬
ই-পাসপোর্ট চালু হচ্ছে বুধবার
ফাইল ছবি

দীর্ঘ প্রতীক্ষার অবসান হচ্ছে আগামীকাল বুধবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মাধ্যমে ইলেকট্রনিক পাসপোর্ট বা ই-পাসপোর্ট যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে পাসপোর্ট অধিদপ্তর ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

ই-পাসপোর্টের মাধ্যমে ইমিগ্রেশনের দীর্ঘসূত্রিতা কমবে বলে জানান পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ।

নতুন এক অধ্যায়ের প্রবেশের অপেক্ষা মাত্র কিছু সময়। ব্যস্ত পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলতে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে ই-পাসপোর্টের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ।

বুধবার ই-পাসপোর্ট বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে সর্বপ্রথম ই-পাসপোর্ট পাবেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।