• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

শক্তিশালী পাসপোর্টে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ জানুয়ারি ২০২০, ১৯:০৫
বাংলাদেশ, পাসপোর্ট
সংগৃহীত

শক্তিশালী পাসপোর্টধারী দেশের তালিকায় এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। খবর জার্মানির শীর্ষস্থানীয় গণমাধ্যম ডয়চে ভেলের।

বিশ্বের কোন দেশের পাসপোর্ট কত শক্তিশালী তা নিয়ে প্রতিবছর একটি তালিকা প্রকাশ করে যুক্তরাজ্যের কোম্পানি হ্যানলি অ্যান্ড পার্টনার্স। ২০২০ সালে প্রকাশিত তালিকায় ৯৮তম অবস্থানে আছে বাংলাদেশ।

একটি দেশের পাসপোর্ট দেখিয়ে কতটি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যায় তার ভিত্তিতে এই তালিকা তৈরি করে হ্যানলি অ্যান্ড পার্টনার্স। এতে মোট ১০৭টি দেশের পাসপোর্ট আছে।

এর আগে ২০০৬ সালে এই তালিকায় ৬৮তম অবস্থানে ছিল বাংলাদেশ। এরপর থেকে শুধু অবনতি ঘটে। ২০১৮ সালে নেমে আসে ১০০তম অবস্থানে।

তবে টানা তিন বছর এক ধাপ করে এগিয়ে এবার ৯৮তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশি পাসপোর্ট। এই তালিকায় এক ধাপ এগোলেও বাংলাদেশকে ভিসা ছাড়া ভ্রমণের সুবিধা দেয়া দেশের সংখ্যা একই আছে। বাংলাদেশি পাসপোর্টধারীরা ৪১টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

এই তালিকায় শীর্ষে থাকা জাপানের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ১৯১টি দেশে ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় অবস্থানে থাকা সিঙ্গাপুরের পাসপোর্টধারীদের ১৯০টি দেশে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ আছে। তৃতীয় অবস্থানে থাকা দক্ষিণ কোরিয়ার পাসপোর্ট নিয়ে ১৮৯টি দেশে ভ্রমণ করা যায়।

এই তালিকায় ১০৭তম, ১০৬তম ও ১০৫তম অবস্থানে আছে যথাক্রমে আফগানিস্তান, ইরাক এবং সিরিয়া। এই তিন দেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া যথাক্রমে ২৬টি, ২৮টি ও ২৯টি দেশে ভ্রমণ করতে পারেন।

কে/সি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্র মন্ত্রণালয়
ফের বাংলাদেশের সিনেমায় পাওলি
যে কারণে চাকরি ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের ৫৭ কর্মকর্তা
বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ২৮৮ সেনা-বিজিপি সদস্যের প্রত্যাবাসন
X
Fresh