• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

এক বছরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ৭৮৫৫ জনের (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ জানুয়ারি ২০২০, ১২:৫৫

২০১৯ সালে ৫ হাজার ৫১৬টি সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৮৫৫ জন নিহত ও ১৩ হাজার ৩৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।

আজ শনিবার (১১ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, রেলপথে ৪৮২ টি দুর্ঘটনায় ৪৬৯ জন মারা যান। এছাড়া আহত হন ৭০৬ জন। এছাড়া নৌপথে ২০৩টি দুর্ঘটনায় ২১৯ জন মারা যান। এতে আহত হন ২৮২ জন ও নিখোঁজ হয় ৩৭৫ জন।

এক বছরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ৭৮৫৫ জনের
আরটিভি অনলাইন রিপোর্ট

২০১৯ সালে ৫ হাজার ৫১৬টি সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৮৫৫ জন নিহত ও ১৩ হাজার ৩৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।

আজ শনিবার (১১ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, রেলপথে ৪৮২ টি দুর্ঘটনায় ৪৬৯ জন মারা যান। এছাড়া আহত হন ৭০৬ জন। এছাড়া নৌপথে ২০৩টি দুর্ঘটনায় ২১৯ জন মারা যান। এতে আহত হন ২৮২ জন ও নিখোঁজ হয় ৩৭৫ জন।

সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ২০১৯ সালের দুর্ঘটনার পরিমাণ ২০১৮ সালের সমপরিমান হলেও প্রাণহানী বেড়েছে।

২০১৯ সালের ১৫ জুন দুর্ঘটনায় সবচেয়ে বেশি নিহত হয়। ওই একদিনে ২৭ জন মার যান। এসব তথ্য বিভিন্ন গণমাধ্যম প্রাকাশিত প্রতিবেদন থেকে নেয়া হয়েছে বলেও জানান মোজাম্মেল হক চৌধুরী।

সংবাদ সম্মেলনে সড়ক দুর্ঘটনার ১২টি কারণ উল্লেখ করে কয়েক দফা সুপারিশ তুলে ধরা হয়। সুপারিশে বলা হয়, ডিজিটাল পদ্ধতিতে সি সি ক্যামেরা স্থাপন করে সড়ক পরিবহন আইন ২০১৮ কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে।

এছাড়া, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ব্যাপক প্রচার প্রচারনা চালানো, জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে হাট-বাজার অপরাসারণ করা, ফুটপাত দখলমুক্ত করা, সড়কে জেব্রাক্রসিং অঙ্কন, যাত্রী, পথচারী ও গণপরিবহণ বান্ধব পরিবহন বিধিমালা প্রণয়ন করা এবং চালকদের প্রশিক্ষণ এবং নৈতিক শিক্ষা দেয়ার সুপারিশও করেছে যাত্রী কল্যাণ সমিতি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে আর ফিরল না সোহান
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
X
Fresh