• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

তাপমাত্রা দিনে বাড়বে রাতে কমতে পারে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ জানুয়ারি ২০২০, ১০:৩৫

দেশের কিছু অঞ্চলে শৈত্যপ্রবাহ বইছে গতকাল (সোমবার) থেকে। আজও (মঙ্গলবার) তা অব্যাহত রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ দিনের তাপমাত্রা বেড়ে শীতের দাপট কিছুটা কমতে পারে। তবে রাতের তাপমাত্রা কমে শীতের প্রকোপ বাড়তে পারে।

আর বলা হয়, নদীতীরবর্তী এলাকাগুলোসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। ফলে রাতের বেলা নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আরিফ হোসেন জানান, মেঘ সরে যাওয়ায় সূর্যের আলো বেশি পাওয়া যাওয়ায় দেশের বেশির ভাগ স্থানে দিনের তাপমাত্রা কিছুটা বাড়ছে। তবে রাতের তাপমাত্রা আরও কমতে পারে। বুধ ও বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।

---------------------------------------------------------------
আরো পড়ুন: মহিলা কলেজের ভর্তির তালিকায় ছয় ছেলে শিক্ষার্থী
---------------------------------------------------------------

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশপাশের বাংলাদেশের অংশে রয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ। সব মিলিয়ে সারাদেশের আকাশ মেঘলা থাকবে। মধ্যরাত থেকে ভারী কুয়াশার পড়তে পারে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh