• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

কমেছে পেঁয়াজের ঝাঁঝ, নাগালে সবজির দাম

আরটিভি রিপোর্ট

  ২৭ ডিসেম্বর ২০১৯, ১৪:২৪
পেঁয়াজ, সবজি, দাম

একদিকে বাজারে সরবরাহ বাড়ছে দেশি নতুন মুড়িকাটা পেঁয়াজ অন্যদিকে অব্যাহত আছে বিভিন্ন দেশ থেকে আমদানি। এই দুই কারণে বাজার ঝাঁজ কমতে শুরু করেছে পেঁয়াজের। সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কমেছে ১০ টাকা, মিশরের ২০ ও পাকিস্তানি পেঁয়াজের দাম কমেছে ৩০ টাকা।

ধীরে ধীরে ভোক্তার ক্রয় সাধ্যের মধ্যে চলে আসতে শুরু করেছে পেঁয়াজের দর। সপ্তাহের ব্যবধানে দাম কমেছে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত। গত সপ্তাহে যে পাকিস্তানী পেঁয়াজ বিক্রি হয়েছে ১৩০ টাকা কেজি দরে তা আজ বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকায়। বাজারে পাঁচ থেকে ১০ টাকা কমেছে প্রায় সব ধরনের মৌসুমি সবজির দাম। ২০০ থেকে আড়াই শ টাকা কমেছে ইলিশের দামও।

বাজারে সরবরাহ বাড়ছে শীতের মৌসুমি সবজি। দামও কমেছে বেশ খানিকটা। দাম স্বাভাবিক রয়েছে প্রায় সব ধরনের মাছের। তবে আড়াই শ টাকা পর্যন্ত কমেছে ইলিশের। কমতে শুরু করেছে চালের দামও। নতুন চালের দাম কমেছে দুই থেকে তিন টাকা।

বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে সাড়ে পাঁচশ টাকা, খাসির মাংস ৮০০ ও ছাগলের মাংস বিক্রি হচ্ছে ৭০০ টাকা কেজি দরে।

জিএ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে শুক্রবার
কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু, সরানো হচ্ছে ডিএনসিসি কার্যালয়
হিলিতে কমেছে পেঁয়াজের দাম, অপরিবর্তিত আদা-রসুনের দাম 
পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার পরও কমেছে দাম
X
Fresh