• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

রুম্পার মৃত্যু: ধর্ষণের আলামত মেলেনি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ ডিসেম্বর ২০১৯, ১৩:০৯
রুম্পার মৃত্যু: ধর্ষণের আলামত মেলেনি
ছবি: সংগৃহীত

স্টামফোর্ড ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী রুবাইয়াত শারমিন রুম্পার মরদেহের ময়নাতদন্তে ধর্ষণের কোনও আলামত পায়নি ঢামেক ফরেনসিক বিভাগ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ বলেন, রুম্পার মরদেহ ময়নাতদন্তে আমরা তিনটি টেস্ট করেছি। বায়োলজিক্যাল টেস্টের প্রতিবেদন আমাদের কাছে এসেছে। ওই প্রতিবেদনে তার শরীরে ধর্ষণের কোনও আলামত পাওয়া যায়নি।

তিনি বলেন, আগামীকাল (রোববার) আরও দুটি প্রতিবেদনের রিপোর্ট পেলে, তিনটা মিলে একটা প্রতিবেদন তৈরি করে আমরা পুলিশের কাছে জামা দেব।

উল্লেখ্য, গেল ৪ ডিসেম্বর দিবাগত রাত পৌনে ১১টার দিকে সিদ্ধেশ্বরীর সার্কুলার রোডের ৬৪/৪ নম্বর বাসার নিচে অজ্ঞাত মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ এসে হত্যার আলামত সংগ্রহ করে ফরেনসিকে পাঠায়।

পরদিন পুলিশ বাদী হয়ে রমনা থানায় হত্যা মামলা করে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে।

এরই মধ্যে রুম্পার কথিত প্রেমিক আবদুর রহমান সৈকতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাকে রিমান্ডেও নেয়া হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh