• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন: মারা গেল আসাদও

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ ডিসেম্বর ২০১৯, ১২:০৪
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন
ফাইল ছবি

কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়া এলাকায় অবস্থিত ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় আসাদ (১৪) নামে আরও এক কিশোরের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় মোট ১৪ জনের মৃত্যু হলো।

আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন জানান, আসাদের শরীরের ৫০ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল।

তিনি জানান, দগ্ধ আরও ১৭ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে নয়জনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ১৭ জনের কেউ শঙ্কামুক্ত নন।

গেল ১১ ডিসেম্বর বিকেলে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটে। পরে কারখানার ধ্বংসস্তূপ থেকে একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। বাকিরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
লরি-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে আগুন, নিহত ১
নামাজ চলাকালে মসজিদে এসি বিস্ফোরণ
X
Fresh