• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সর্বোচ্চ আদালতের রায় নিয়ে বিতর্কের সুযোগ নেই: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৩ ডিসেম্বর ২০১৯, ১৫:৪৪
সর্বোচ্চ আদালতের রায় নিয়ে বিতর্কের সুযোগ নেই: আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সকল কাগজপত্র যাচাই-বাছাই শেষে সর্বোচ্চ আদালত বেগম খালেদা জিয়ার জামিন নাকচ করেছেন। এখানে কোনও বিতর্কের সুযোগ নেই। তবে বিএনপি নেতারা এখন তাদের নিজেদের নেতৃত্ব বজায় রাখতে আজেবাজে কথা বলছেন। মনের মাধুরী মিশিয়ে তারা মনগড়া বক্তব্য দিচ্ছেন।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

এ সময় আইনমন্ত্রী আরও বলেন, বিএনপি-জামায়াতের দুঃশাসনের কথা এদেশের মানুষ এখনো মনে রেখেছে। তারা এখন সেই সময়টিতে আর ফিরে যেতে চায় না।

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ার, ব্রাহ্মণবাড়িয়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমতিয়াজ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মো. কাজী জাবেদ হোসেন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা ও কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন প্রমুখ।

এজে/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে
জামিন বাতিল, রাখিকে আত্মসমর্পণের নির্দেশ আদালতের
খালেদা জিয়ার ১১ মামলার শুনানি পেছাল
‘আব্বা বাহিনী’র আফতাবকে আত্মসমর্পণের নির্দেশ
X
Fresh