• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সুপ্রিম কোর্টে এরকম কারও জামিন নাকচ নজিরবিহীন: খন্দকার মাহবুব হোসেন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ ডিসেম্বর ২০১৯, ১৪:২৪
সুপ্রিমকোর্টে এরকম কারও জামিন নাকচ নজিরবিহীন: খন্দকার মাহবুব হোসেন
ফাইল ছবি

বিএনপিপন্থি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, বয়স ও শারীরিক অসুস্থতা বিবেচনায় খালেদা জিয়ার জামিন আবেদন আপিল বিভাগ থেকে খারিজ হয়ে যাওয়াটা নজিরবিহীন। জানুয়ারি থেকে বিমা ছাড়া বিদেশে যেতে পারবে না কর্মীরা।

আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে আপিল বিভাগে খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের পর এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, খালেদা জিয়া বয়স্ক, অসুস্থ। তার উন্নত চিকিৎসা দরকার। এ অবস্থাতেও যে তার জামিন আবেদন সুপ্রিমকোর্ট নাকচ করবেন, তা নজিরবিহীন।

খন্দকার মাহবুব বলেন, খালেদা জিয়ার বয়স, অসুস্থতা সবকিছু বিবেচনায় নিয়েই আমরা জামিনের আবেদন করেছিলাম। কিন্তু আদালত আমাদের দরখাস্ত নাকচ করে দেন। মেডিকেল বোর্ডের রেকর্ডে যেভাবে আছে, সেভাবে তার চিকিৎসা করার কথা বলেছেন।

আরো পড়ুন

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh