• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বাড়ির চিলেকোঠায় দম্পতির লাশ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ ডিসেম্বর ২০১৯, ০৮:৪৯

রাজধানীর মতিঝিলের ফকিরেরপুল এলাকার একটি পাঁচতলা ভবনের চিলেকোঠা থেকে শহীদুল ইসলাম (৩০) নামে এক কেয়ারটেকার এবং এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা স্বামী-স্ত্রী বলে ধারণা করছে পুলিশ।

বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত উপ-কমিশনার আসাদুজ্জামান ঘটনাস্থলে বলেন, শহীদুলের মরদেহের সঙ্গে একটি চিরকুট পাওয়া গেছে। তাতে মর্জিনাকে হত্যা করে ড্রামে রাখার বিষয়টির উল্লেখ আছে। তবে চিরকুটের হাতের লেখা তারই কিনা তাৎক্ষণিকভাবে এটি নিশ্চিত হওয়া যায়নি। কী কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্তে বেরিয়ে আসবে।

জানা যায়, বুধবার ভবনে পানির সংকট দেখা দিলে সেখানে থাকা প্রেসের লোকজন শহীদুলের খোঁজ করতে ছাদে যান। পরে চিলেকোঠায় গিয়ে দুর্গন্ধ পাওয়ার পর একটি কক্ষের দরজা ধাক্কা দিলে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। আর ওই কক্ষের সামনে ড্রামের ভেতরে ওড়না দেখে থানায় খবর দেয়া হয়। ড্রামটির মুখ সিমেন্ট দিয়ে ঢালাই করা ছিল।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh