• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কেরানীগঞ্জে অগ্নিদগ্ধ সবার অবস্থা আশঙ্কাজনক: ডা. সামন্ত লাল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ ডিসেম্বর ২০১৯, ২৩:০১
কেরানীগঞ্জে অগ্নিদগ্ধ সবার অবস্থা আশঙ্কাজনক ডা. সামন্ত লাল
আহত রোগীরা

কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র কারখানায় আগুনে দগ্ধ সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানালেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্ত লাল সেন।

আজ বুধবার সন্ধ্যার পর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে রোগীদের খোঁজ খবর নিয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন।

সামন্ত লাল বলেন, আহতের সংখ্যা বেড়ে এখন ৩৪ জন হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। আহত ব্যক্তিদের সর্বনিম্ন ৩০ শতাংশ পুড়ে গেছে। সবারই শ্বাসনালি পুড়ে গেছে।

এর আগে বিকেল সাড়ে চারটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, সন্ধ্যা পর্যন্ত আগুনে দগ্ধ ২৫ জনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। দগ্ধ ব‌্যক্তিদের হাত, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থান পুড়ে গেছে। এদের মধ্যে অনেক জনের অবস্থা আশঙ্কাজনক।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে
হাজারীবাগ ঝাউতলার বস্তির আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রামে অয়েল মিলের আগুন নিয়ন্ত্রণে 
বাঘায় প্লাস্টিকের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে
X
Fresh