• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিহত ১, দগ্ধ ২৫ (ভিডিও)

স্টাফ রিপোর্টার, ঢাকা দক্ষিণ

  ১১ ডিসেম্বর ২০১৯, ১৮:৫১

কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে অগ্নিদগ্ধ অবস্থায় একজনের মরদেহ পাওয়া গেছে। আগুনে দগ্ধ হয়েছেন অন্তত ২৫ জন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এএসপি রামানন্দ সরকার নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার বিকেল সাড়ে চারটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা যায়। পরে সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, সন্ধ্যা পর্যন্ত আগুনে দগ্ধ ২৫ জনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধ ব‌্যক্তিদের হাত, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থান পুড়ে গেছে। এদের মধ্যে অনেক জনের অবস্থা আশঙ্কাজনক।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহী নগরীর নিউ মার্কেটের একটি দোকানে আগুন
রাজধানীর শিশু হাসপাতালে আগুন
রাজধানীর বনশ্রীতে আবাসিক ভবনে আগুন
টঙ্গীতে আগুনে পুড়ল খাদ্যপণ্যের ১২ গুদাম
X
Fresh