• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ইন্টারনেটে কিছু দেখেই বিশ্বাস করবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ ডিসেম্বর ২০১৯, ২০:৩১
স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ।। ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, কোনও মাদরাসা জঙ্গি তৈরি করে না। ইসলামে এর কোনও স্থান নেই। কোনও ধর্মই মানুষ হত্যার অনুমোদন দেয় না।

আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় ‘উগ্রবাদবিরোধী জাতীয় সম্মেলন-২০১৯’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, ছেলেমেয়েরা যেন বিষণ্ণতা ও একাকীত্বে না ভোগে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তাদের বিভিন্নভাবে নিজেদের সঙ্গে জড়িত রাখতে হবে। তবেই জঙ্গিবাদের মতবাদ বা চিন্তা ভাবনা থেকে তাদের দূরে রাখতে পারব।

তিনি বলেন, সবাইকে অনুরোধ করব, আপনারা ইন্টারনেটে কোনও কিছু দেখেই তা সহজে বিশ্বাস করবেন না। শুধুমাত্র নিশ্চিত হলেই সেটা বিশ্বাস করা উচিত।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন জঙ্গিবাদ নির্মূলে বিশ্বে রোল মডেল। জঙ্গি দমনে আমরা অনেকটাই সফল হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদ দমনের জন্য নির্দেশ দিয়েছিলেন, সেই কাজটি আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বেশ সুন্দরভাবে করেছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh