• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পুলিশ সংস্কারে দরকারে আইন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ জানুয়ারি ২০১৭, ২১:৩৭

পুলিশের সংস্কার একটি চলমান প্রক্রিয়া। দরকার হলে পুলিশ সংস্কারে আইনও করবে সরকার। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে, পুলিশের জন্য নতুন বিভাগ চান সংস্থাটির প্রধান (আইজিপি) মো. শহিদুল হক।

রাজধানীর তেজগাঁও গ্লাস অ্যান্ড সিরামিক ইনস্টিটিউটে শাখা ছাত্রলীগ আয়োজিত নবীনবরণ ও প্রবীন বিদায় অনুষ্ঠানে হাজির হন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, টেন্ডার ও দখলবাজিতে জড়িত বিপথগামী ছাত্রদের ছাড় দেয়া হবে না। অতীতের সম্মান অক্ষুন্ন রাখতে ছাত্রলীগের কোনো কর্মী টেন্ডারবাজিতে জড়িত হতে পারবে না। কোনো ছাত্র অবৈধ পথে গেলে দরকারে ছাত্রত্ব বাতিল করা হবে। নিজেদের মাঝে ছোট যে বিভেদগুলো আছে তা দূর করতে হবে।

পুলিশ হেডকোয়ার্টারে আইজিপি জানান, লিটন হত্যায় জড়িত সন্দেহে কয়েকজন আটক হলেও এখনো চিহ্নিত করা সম্ভব হয়নি মূল হোতাদের। ২৩ জানুয়ারি শুরু হতে যাওয়া পুলিশ সপ্তাহ সফল হবে বলেও আশা জানান পুলিশ প্রধান।

এমসি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়