• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

রামপাল প্রকল্প থেকে সরবে না সরকার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ জানুয়ারি ২০১৭, ১৫:৪৬

সুন্দরবনের রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণে অনড় আছে সরকার। এ প্রকল্প বাস্তবায়ন থেকে সরে আসবে না সরকার। বললেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, রামপালে বিদ্যুৎকেন্দ্রের কাজ শুরু হয়েছে। এটি নির্মাণ হলে পরিবেশের ওপর কোনো বিরূপ প্রভাব পড়বে না। সবদিক বিবেচনা করেই আমরা প্রকল্প বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছি।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ১ মাসের মধ্যে নেপাল থেকে বিদ্যুৎ আমদানির সমঝোতা স্মারক সই হবে। ভারত সরকারও তার দেশের ওপর দিয়ে বিদ্যুৎ আনার বিষয়ে সম্মতি দিয়েছে। ভারত, নেপাল ও ভুটান থেকে আমরা ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে চাই। এ লক্ষ্যে নেপাল ও ভুটানে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে।

এইচটি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh